আমাদের সম্পর্কে
P2A বাংলাদেশের প্রথম অনলাইন জব কোচিং প্ল্যাটফর্ম। আমরা ৪১ তম বিসিএস প্রিলি ব্যাচের মধ্য দিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে P2A যাত্রা শুরু করি। নিরানন্দ পড়াশোনা খেলার ছলে শেখানোর জন্য P2A-ই প্রথম শুরু করি গেমিং প্ল্যাটফর্ম KAHOOT এর মাধ্যমে বিসিএস প্রস্তুতির অনুশীলন।
P2A সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের জন্য সহজবোধ্য করে প্রতিটি বিষয়ের প্রতিটি লেসন সাজাতে। আমাদের রয়েছে প্রত্যেকটি বিষয়ের জন্য দক্ষ সাবজেক্টিভ মেন্টর। ক্লাসে মেন্টররা মজার ছলে বাস্তব উদাহরণধর্মী বিভিন্ন ট্রিক্স টেকনিক শিখিয়ে থাকেন।
শুরু থেকেই আমরা চেষ্টা করি বিসিএস প্রিলি নিয়ে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেয়ার। প্রতিটি সাবজেক্টেই কোথা থেকে কী পড়তে হবে, কতোটুকু পড়তে হবে, কী ধরনের প্রশ্ন আসতে পারে সে ব্যাপারে আমরা বিস্তারিত সাজেসান্স দেয়ার চেষ্টা করি আমরা।
P2A এর প্রতিটি লেকচারেই চেষ্টা থাকে ক্লাসের পড়া ক্লাসেই শেষ করার। প্রতিটি সাবজেক্টেই অনেক অনেক কোশ্চেন সলভ করানো হয়।
সেই সাথে আমাদের রয়েছে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, রয়েছে ডেডিকেটেড টিম যারা আপনাকে দিবে ২৪ ঘণ্টা টেলিগ্রাম বা ম্যাসেঞ্জার গ্রুপ সাপোর্ট, যা থেকে পাবেন বাংলাদেশের অনলাইন শিক্ষা জগতের এক বিরল অভিজ্ঞতা!
P2A তে রয়েছে প্রতিটি ক্লাস এর লেকচার ভিডিও, গুরুত্বপূর্ণ স্লাইড, ইফেক্টিভ মেমোরাইজিং ট্রিক্স, কাহুট খেলা, ওপেন বুক এক্সাম, রয়েছে রেকর্ডেড লাইভ ক্লাস, যতবার খুশি ততবার রেকর্ড দেখার অভাবনীয় সুযোগ!
আমাদের প্রত্যেকটি কোর্স প্ল্যান এমনভাবে তৈরি করা যেন সকল ধরনের চাকুরীর প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার মত অধিকাংশ প্রস্তুতি হয়ে যায়।
পিটুএ তে রয়েছে এক কোর্সেই ২৫ হাজারেরও বেশি কোশ্চেন সলভ করার সুযোগ এবং রয়েছে ইন্টারেক্টিভ প্রশ্নব্যাংক ও ব্যাখ্যাসহ এই প্রশ্নগুলোর নির্ভুল উত্তর। আমাদের দক্ষ মেন্টরগণ শুধু ক্লাস করার সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না বরং তিনি সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট দিয়ে থাকেন।
সর্বোপরি P2A কোন গতানুগতিক কোচিং সেন্টার বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি পরিবার হিসেবে সকল শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন করার এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ।